Looking For Anything Specific?

Header Ads

যেভাবে ক্যামস্ক্যানার অ্যাপ দিয়ে ছবিকে পিডিএফ ফাইলে রুপান্তর করা যাবে......


১.প্রথমে প্লে-স্টোর থেকে   Camscanner   অ্যাপটি ডাউনলোড করতে হবে।প্লে-স্টোরের অ্যাপটি ফ্রি ভার্সন।কেউ প্রিমিয়াম অ্যাপ ফ্রিতে চাইলে     এখান    থেকে নামাতে পারেন।





২.এরপর অ্যাপ ওপেন করে "Camera icon" এ ট্যাপ করতে হবে।




৩.যে পেজটি স্ক্যান করা লাগবে সেটি ক্যামেরার নিচে রেখে "Camera Icon" এ ট্যাপ করতে হবে।



৪.ছবি তোলার পর সুবিধামত ক্রপ করে নিতে হবে।




৫.Original এ ট্যাপ করে  save  এ ট্যাপ করতে হবে।



৬.দ্বিতীয় পেজ অ্যাড করার জন্য এখানে ট্যাপ করতে হবে




৭.এভাবে পর্যায়ক্রমে পেজ অ্যাড করে সবশেষে "PDF" এ ট্যাপ করতে হবে।




৮."FileManager" এর "Camscanner" ফোল্ডারে পিডিএফ টি পাওয়া যাবে যেটা ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট আকারে Upload করা যাবে।

   








Post a Comment

0 Comments